মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনের মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
আটক কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাঁকোয়া গ্রামের ফারুক মিয়া (২৪)।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পায়। নিহত ব্যক্তি আব্দুল বাকী উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া এলাকার।
সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য দেওয়া হচ্ছিল। পরিষদ থেকে টিসিবি’র পণ্য নিয়ে তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর মুখি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক কালবেলাকে বলেন, সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি আব্দুল বাকীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করেন। পরে পুলিশে এসে তাকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।