মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা ঘাট বাজারের পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্তে বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬জন ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা অর্থদন্ড পরদান করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন আহমেদ।
৩ই মার্চ সোমবার বিকেলে উপজেলার আিচা ঘাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মূল্যতালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার সংরক্ষনসহ বিভিন্ন আপরাধে ৬জন ব্যবসায়ীকে ৫৯হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদাল।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহমেদ বলেন, পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।