যশোরে এডাস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি:
যশোরে এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস এর এডাস বৃত্তি পরীক্ষার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। যশোর এডাস কর্তৃক আয়োজিত ও পরিচালিত বিভিন্ন জেলা উপজেলায় আটটি কেন্দ্রে এডাস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
যশোর সদর, রাজগঞ্জ মনিরামপুর, নেহালপুর মনিরামপুর, চৌগাছা, নড়াইল, তালা, কলারোয়া, শার্শা কেন্দ্রগুলোতে রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ঃ৪৫ টা পর্যন্ত চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আটটি কেন্দ্রে মোট ১১৩৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এরমধ্যে যশোর সদর ১২৪ জন রাজগঞ্জ মনিরামপুর ২৭৪ জন, চৌগাছা ২১৬ জন, নড়াইল ৪১ জন, তালা ৭৫ জন কলারোয়া ১০৯ জন বেহালপুর মনিরামপুর ৯০ জন, এবং শার্শা ২০০ জন ছাত্রী ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এডাস যশোর এর পরিচালক মোঃ আব্দুল আলিম বলেন,খুলনা বিভাগে মোট আটটি কেন্দ্রে ১১৩৩ জন শিক্ষার্থী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি বিষয়ে ২৫ নম্বর, চারটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে প্রথম শ্রেণিতে৩২৭ জন, দ্বিতীয় শ্রেণীতে ২৩৫ জন, তৃতীয় শ্রেণীতে ১৯২ জন, চতুর্থ শ্রেণীতে ২০৫ জন ও পঞ্চম শ্রেণীতে ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে ও শিক্ষার মান উন্নয়নে এডাস বৃত্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।