শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

কালাইয়ে পুকুর থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুর থেকে রজ্জব আলী (৫৬) নামে এক পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) সকালে সাড়ে ছয়টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। পরে মরদেহটি পুলিশ থানায় নিয়ে যায়।স্থানীয়দের দাবি, এ ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার এবং এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছেন।
নিহত রজ্জব আলী কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুরের পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত শনিবার রাতেও রজ্জব আলী নিজ বাড়ি থেকে বনপুকুরে দায়িত্ব পালনে যান। তবে রবিবার  সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
এরপর নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে কালাই থানার পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই হামেদ আলী অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমার ভাই পানিতে পড়ে মারা যেতে পারে না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে লাশ না পেয়ে নিহতের বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ