চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও দুই লঞ্চের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর মাঝখানে সংঘর্ষ হয়। এতে প্রিন্স আওলাদ-১০ এর সঙ্গে সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চটির ফেন্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
চাঁদপুর লঞ্চঘাটের টিআই সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির সংঘর্ষ হয়। প্রিন্স আওলাদ লঞ্চটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল।যাদেরকে অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।
এসআই শেখ আব্দুর সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু জরুরী সেবা ৯৯৯ থেকে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রী কল করে। তারা আওলাদ-১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছে। লঞ্চগুলোর মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় আহত ও নিহতের ঘটনা নেই এবং বড় কোনো সমস্যা হয়নি। এখন লঞ্চগুলো যার যার গন্তব্যে চলে গেছে।