সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মদনে তাওহীদি জনতা বিক্ষোভ মিছিল
নেত্রকোণা প্রতিনিধি:
টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের সাথীদের উপর অতর্কিত হামলা নিহত ও আহতদের বিচার এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে নেত্রকোণার মদনে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার উপজেলার পৌর শহরের শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে তাওহীদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্ত মঞ্চে শেষ হয়। মিছিল শেষে উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি আনোয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম প্রমূখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।