ফরিদপুরে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ দুই জনকে গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ (২৪) দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। আসামি সিফাত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে এবং অপর আসামি সজল শেখ (১৯) একই উপজেলার মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক তাপস কর্মকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু শিক্ষার্থী জিহাদকে ধরে নিয়ে ৫ লাখ টাকা দাবি করে মাধবপুরের একটি কবরস্থানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের একটি দল। জিহাদ একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ভিডিওতে মাটি খোড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য দেখা যায়। এ ঘটনার পরের দিন ৮ ডিসেম্বর শিক্ষার্থীর বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এর পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।
শনিবার সকালে ফরিদপুর র্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।