শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

সম্মিলিত উলামা পরিষদ এর বোয়ালজুর ইউনিয়ন শাখা গঠন!

বালাগঞ্জ  সিলেট প্রতিনিধি:
 বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন সম্মিলিত  উলামা পরিষদের নুতন কমিটি গঠিত হয়। মাওলানা হুসাইন আহমদ আওলাদ সভাপতি ও ক্বারি আব্দুর রশিদ (মেম্বার) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
 শুক্রবার (১৩ই ডিসেম্বর)  অনুষ্ঠিত  আলোচনা সভায়  এ কমিটি গঠিত হয়। দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদারাসা মাসজিদে  অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রবীন আলিম সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি  মাওলানা কাজি হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  প্রধান অতিথি সম্মিলিত উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ (রাজু)গহরপুরী।বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম জেদ্দা মহানগরীর নেতা মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী, সম্মিলিত উলামা পরিষদের বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ উপজেলা শাখা সম্মিলিত উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী আনোয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী হুসাইন আহমদ মিসবাহ প্রমুখ উলামায়ে কেরাম।
আলোচনা সভায়  সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবাকে মূল প্রতিপাদ্য বানিয়ে ইসলাম, দেশ ও জাতির খেদমাতে ব্যাপক আত্মনিয়োগের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন সম্মিলিত  উলামা পরিষদ বোয়ালজুর  ইউনিয়ন শাখা  সর্বসম্মতিক্রমে   হুসাইন আহমদ আওলাদ সভাপতি ও ক্বারি আব্দুর রশিদ মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১২১সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটিতে  অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা মুকাদ্দস আলী, মাওলানা নোমান আহমদ, সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ফয়জুর রাহমান, । সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আব্দুল করিম রওশন। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারি জিল্লুল হক, মাওলানা ইয়াওর ইয়াসিনী। অর্থ সম্পাদক শামীম আহমদ। সহ অর্থ সম্পাদক মাওলানা মিসবাহুর রহমান। অফিস সম্পাদক মাওলানা আব্দুন নুর, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রকিব,প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির জালাল। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান আব্দুল গনি, ও সহ সমাজকল্যাণ সম্পাদক কারী মকবুল আলী।
এছাড়াও ইউনিয়নের প্রবীণ   উলামায়ে কেরামদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে,  মাওলানা হিফজুর রহমান, মাওলানা লুতফুর রহমান, মাওলানা মুজাম্মিল আলী, মাওলানা রেজাউল হক, মাওলানা রফিক আহমদ, মাওলানা আতহার আলী, মাওলানা বদরুল হক,মাওলানা আব্দুল মুকিত,মাওলানা ঈসমাইল আলী,মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুমান আহমদ, মো.হাজি মানিক মিয়া, মাওলানা লুকমান আহমদ, মাওলানা শফিক খান, মো.আব্দুল হাফিজ, ও মাওলানা আব্দুস সোবহান সুফি মিয়া,
আলোচনা সভায় স্থানীয়   উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বৈঠকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের ভয়াবহতা, যৌতুকের কুফল, কুসংস্কার সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে আদর্শ সমাজ ও জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনগণের দোরগোড়ায় কোরআনী শিক্ষার আলো পৌঁছে দিয়ে বোয়ালজুর ইউনিয়নকে  দেশের মধ্যে একটি রোল মডেল বানাতে সকল ধর্মপ্রাণ মুসলমানেদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সম্মিলিত উলামা পরিষদ এর বোয়ালজুর ইউনিয়ন শাখা গঠন!
সাম্প্রতিক সংবাদ