বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ৩টার দিকে যৌথ টহল দল গোপন সূত্রে তথ্য পায় যে দক্ষিণ খামারগ্রাম মাহফুজুর রহমানের বাড়ি সেহরির আগে মাদক লেনদেন চলছে। তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো দক্ষিণ কামড়গ্রামের কবির শেখ (৪২), রিপন শেখ (৪০), মাহফুজুর রহমান (৪০) ও তুষার মাতব্বর (২৪)। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামীম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ৩।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য সহ ৪ মাদক কারবারীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে চালান দেয়া হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।