স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলা প্রশাসন গত শনিবার হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সহনীয় মূল্য বিক্রি করায় দুস্থদের আস্তায় ব্যাপক সাড়া ফেলেছে।
সরজমিন রবিবার সকাল ৯ঃ০০ ঘটিকায় দেখে গেছে, উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন নিজ তদারকিতে উপজেলা দুধ বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারের অনন্য সামগ্রীর চেয়ে কম দামে উপজেলা প্রশাসনের ব্যানারে গরুর মাংস ৬৫০ টাকা, চিনি ১১৬ টাকা, মসুর ডাল ৯৮ টাকা, ডিম ৪০টাকা হালি , ছোলা৯৬ টাকা কেজি, মুড়ি ৬৫ টাকা কেজি, বুডের ডাল ৫৭ টাকা কেজি দরে বিক্রি করায় দুস্থদেরওনিম্নবিত্ত পরিবারে ব্যাপক সারা ফেলেছে।
অসহায় নিম্নবিত্তরা এতে সাময়িক উপকৃত হচ্ছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিস ১০থেকে ১৫ টাকার অধিক কম দামে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭০ টাকার কমেই বিক্রি হচ্ছে। উপজেলা প্রশাসনের এমন মহতি কর্মকাণ্ড সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে। প্রশাসনের এ উদ্যোগ রমজান পর্যন্ত দীর্ঘস্থায়ীর জন্য অভিমত ব্যক্ত করেছে।
উপজেলা প্রশাসনের এউদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। তিনি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সাথে রবিবার সাড়ে ১২ ঘটিকায় দেখা করে উপজেলা প্রশাসনের নিকট হাজীগঞ্জ বাজারে ন্যায্য মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্য বিক্রি অনুরোধ করেনএবং সাধুবাদ জানান।