সিলেটে মুরারিচাঁদ কবিতা পরিষদের আয়োজনে দিনব্যাপী আবৃত্তি ও সাহিত্য কর্মশালা অনুষ্ঠিত

 সিলেট প্রতিনিধি:
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) কর্তৃক আয়োজিত ১০০ জন শিক্ষার্থী নিয়ে দিনব্যাপী “আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কর্মশালা-২০২৪” অনুষ্ঠিত।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ১০:৩০ ঘটিকায় কলেজের মনোবিজ্ঞান বিভাগে ২০২ নাম্বার রুমে ১০০ জন অংশগ্রহণকারী নিয়ে কর্মশালাটি শুরু হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী এবং ফৌজিয়া আজিজ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ এবং রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রথম অধিবেশনে ‘বাংলা কবিতার ছন্দ’ নিয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম। মধ্যবিরতিতে সামষ্টিক ভোজ ও আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার এবং দ্বিতীয় অধিবেশনে ‘উচ্চারণ ও মুখের ব্যায়াম’ বিষয়ের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক ও মুক্তাক্ষর প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের অনুভূতি প্রকাশ, আনন্দ আড্ডা এবং সবাইকে ডায়েরি, কলম ও সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষকগণ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুকপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহান আলম, মুকপের প্রতিষ্ঠাতা সভাপতি অনন্ত দ্বীপ পলাশ (পলাশ লস্কর) এবং মুকপের সাবেক সভাপতিগন। তাছরিন জাহান তমা ও নাঈমুল ইসলাম গুলজারের যৌথ সঞ্চালনায় কর্মশালাটির সভাপতিত্ব করেন মইনুল হাসান আবির।
মুরারিচাঁদ কবিতা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার- কুইজ প্রতিযোগিতা’, ‘মুরারিচাঁদ কলেজ ৩ দিনব্যাপি বইমেলা’, ‘শরৎ কবিতা উৎসব’ ও ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’ প্রকাশসহ মুরারিচাঁদ কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে পাঠচক্র, শুদ্ধ সাহিত্য চর্চা, সাহিত্য কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সিলেটে মুরারিচাঁদ কবিতা পরিষদের আয়োজনে দিনব্যাপী আবৃত্তি ও সাহিত্য কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ