(বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জে ওয়াকফা সম্পত্তিতে মসজিদ নির্মাণে বাঁধা ও সেই শত্রুতার জেরে কুড়ের কুড়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
২/৩/২০২৫ ইং রোববার ভোর রাতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ভোর রাতে আবদুস সোবাহান সিকদারের কুড়ের কুড়ে আগুন লাগলে মুহূর্তেই কুড়টি ভস্মিভূত হয়ে যায়। অপরদিকে আশেপাশের কয়েক হাজার টাকার গাছ ও ডালপালা পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত আব্দুস সোবাহান সিকদারের পুত্র আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, সম্প্রীতি তারা জমি ওয়াকফা দিয়ে সেই জমিতে মসজিদ নির্মাণের জন্য বালু ভরাটের কাজ শুরু করে। জমিতে বালু ভরাট শেষ হলে পার্শ্ববর্তী নুরুল ইসলাম মল্লিক, চান্দু মল্লিক ও সোহাগ মল্লিকরা গত ১ মার্চ শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে উক্ত জমিতে মসজিদ নির্মাণ করতে বাঁধা দেয় এবং তাদের উপর হামলা করে ও মারধর করে। এতে তার পিতাসহ ৩-৪ জন আহত হয়। এ ঘটনায় তিনি শনিবার রাতে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং -৩৪। তারই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন তাদের কুড়ের কুড়ে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।