শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন মৃত্যু।

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সলঙ্গায় ব্রিজের উপর থেকে পড়ে গি‌য়ে এক মানসিক ভারসাম্যহীন পাগলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার   দিকে সলংগা থানার ঘড়কা ইউনিয়নের ভূইয়াগাতী জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত হলেন, সিরাজগঞ্জ সলঙ্গা থানার চরিয় শিকার মাঠপাড়া গ্রা‌মের মৃত টুলু মিয়ার ছে‌লে আব্দুর রহমান। সিরাজগঞ্জ সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম রবিউল ইসলাম ব‌লেন, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিল ধারণা করা হচ্ছে ব্রীজ থে‌কে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন মৃত্যু।
সাম্প্রতিক সংবাদ