কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।