শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মানিকগঞ্জের শিবালয় গৃহবধূ হত্যায় প্রেমিক আলিফকে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে পরকীয়ার বলি গৃহবধু নুরজাহান বেগম (৩৩) হত্যা মামলায় প্রেমিক আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। র‌্যাবের সহযাগীতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
২৩ নভেম্বর (শনিবার) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামি আলিফ শিবালয়ের ছোট বোয়ালী গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
জানাযায়, ধৃত আসামি আলিফ নিহত নুরজাহানের স্বামী ইকলাছের সাথে কাঠ কাটার কাজ করতো। এ সুবাধেই নুরজাহানর সাথে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ ৭/৮ বছর ধরে চলা তাদের সম্পর্ক উভয় পরিবারে জানাজানি হলে তাদের মধ্যে যোগাযোগে ভাটা পড়ে। গত ১৮ নভেম্বর রাতে গৃহবধু নুরজাহানের সাথে ফোনে যোগাযোগ হয় প্রেমিক আলিফের। সুযোগ বুঝে ঐ রাতে দুজনে মিলত হয় গৃহবধুর বাড়ির পাশের নির্জন ফসলী মাঠে। সেখানে শারীরিক সম্পর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে জবাই করে হত্যা করে গৃহবধূকে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন জানান, অত্যাধুনিক প্রযুুক্তির ব্যবহার ও র‌্যাবর সহযাগিতায় শুক্রবার রাতে আসামি আলিফকে গ্রেপ্তার করা হয়। শনিবার তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনা স্থলের পাশের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ