শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

(সংবাদদাতা) গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে এক গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।

সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উৎসুক জনতা ভিড় জমাচ্ছে এক নজর দেখার জন্য ।

গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুর জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
সাম্প্রতিক সংবাদ