শহীদ আবু সাইদের স্মৃতি রক্ষার্থে RpMC Football Star’s আয়োজিত
ক্যাম্পাস প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে গতকাল ২০নভেম্বর রংপুর মেডিকেল কলেজের কেন্দ্রীয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতি রক্ষার্থে RpMC Football Star’s কর্তৃক আয়োজিত শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩শে সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করে। ফাইনালে মুখোমুখি হয় RpMC Legends এবং RpMC Falcons. নির্ধারিত সময়ের খেলা শেষে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ৩-২ গোলে RpMC Falcons কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় RpMC Legends. ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন RpMC Legends এর গোলরক্ষক রাফিউল জয়। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন RpMC Legends এর সোহেল রানা, সর্বোচ্চ স্কোরার আমানউল্লাহ পলক এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন RpMC Falcons এর গোলরক্ষক মাহাদি।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.শরিফুল ইসলাম লিটন। আরও উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশফাকুর রোমেল, চক্ষুবিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আতিকুজ্জামান । পুরষ্কার বিতরনী শেষে সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মহোদয়। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চার প্রতি গুরুত্বারোপ করেন।