শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৫ অস্ত্র ও মাদক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানায়নি যৌথবাহিনী।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪–এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পর জব্দ হওয়া মাদকদ্রব্য ও টাকাসহ আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৫
সাম্প্রতিক সংবাদ