শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মানিকগঞ্জের শিবালয় নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন 

 মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে অসময়ে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ও নদী শাসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার  (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার তেওতা জমিদারবাড়ি নিকটে নদীর পাড়ে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় দুই কিলোমিটার এলাকায় অসময়ে ভাঙন ঠেকাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় স্থানীয় শামসুল আলম মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা: মুজিবুর রহমান, সাহেব আলী, সোহেল মাষ্টার ও সিয়াম প্রমুখ।
বক্তারা জানান, গত এক মাস যাবৎ নদীতে পানি কমে গেলেও হঠাৎ করে তেওতা এলাকা থেকে ১ এক কিলোমিটার অংশ জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে হুমকিতে রয়েছে তিনশ’ বছরের পুরাতন জমিদার বাড়ি, বাজার, ইউনিয়ন পরিষদ ও বেশ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানসহ বসত বাড়ি ঘর। দ্রুত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এ জনপদ নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে তারা আশংকা করছেন। অতিদ্রুত ভাঙ্গনরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মানিকগঞ্জের শিবালয় নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ