সবাইকে ঐক্য বদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে:শহীদ উদ্দিন চৌধুরী এনি
বরিশাল প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্নি বলেছেন দুই মাসের আন্দোলনে ফ্যাসিষ্ট সরকার এদেশ থেকে পালিয়ে যায়নি।দীর্ঘ ১৫ বছরের কষ্ট সাধ্য আন্দোলন আজকের এই ফসল। এখনো হাসিনা বিদেশে বসে মেবাইলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং অন্তবর্তী কালীন সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত। এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কমিটির নেতা কর্মী ছাড়াও সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
১৮/১১/২০২৪ ইং সোমবার বেলা ৩ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে জুলাই – আগস্ট ২৪ ‘এর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ বিএনপি’র উদ্যোগে গন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত একটি পার্টি কে অভয় দিচ্ছে। তারা বাংলাদেশের মানুষের প্রতি সন্মান করে না।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান,বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা বিএনপি দক্ষিনের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ জমাদ্দার,সদস্য সচিব নাসির হাওলাদার,সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার,সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা,পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার।