শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মুহসিনিন পেশাজীবি পরিষদ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন মুহসিনিনের শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
১৮/১১/২০২৪ ইং সোমবার উপজেলার খয়রা বাদ ও সাহেবপুর মৃর্ধা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ  হিসাবে লেখার খাতা কলম  বিতরণ করে স্বেচ্ছাসেবী সংঠন মুহসিনিন পেশাজীবি পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি  মাওঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি  মোঃ আল আমিন খান, সেক্রেটারী সর্দার  মিজানুর রহমান, সাহেবপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী দাস, খয়রাবাদ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেন শাহ।
ছাত্র – ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাও ঃ মোস্তাফিজুর রহমান  বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে  মানবতার  সেবার মাধ্যমে  তাদের আত্ম প্রকাশ ঘটেছে। এবং যখন যেভাবে  পেড়েছে সাধ্যানুযায়ী মানবতার  কল্যানে মুহসিনিন পেশাজীবি পরিষদ  নিয়োজিত রয়েছে।  গ্রামের অতি  দরিদ্র মানুষের স্বাস্থ্য, শিক্ষা সহ সমাজ সেবা সংগঠনটির প্রতিটা সদস্য সদা তৎপর।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মুহসিনিন পেশাজীবি পরিষদ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন
সাম্প্রতিক সংবাদ