শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা: ডেইলি স্টারের সাংবাদিকসহ আহত কয়েকজন

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছাত্র ইউনিয়নের কাউন্সিল চলাকালে একদল দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম নিরবসহ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পর, পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে ছাত্র ইউনিয়নের কাউন্সিলের আয়োজন চলছিল। হঠাৎ ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাংবাদিক নিরব পেশাগত কাজে উপস্থিত ছিলেন।
আহত সাংবাদিক নিরব জানান, তিনি পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন অভিযোগ করেন, শিক্ষার্থীদের এই জমায়েত দেখে কিছু দুষ্কৃতকারী এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান ভেবে ভুল করে হামলা চালায়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এই ঘটনার পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা: ডেইলি স্টারের সাংবাদিকসহ আহত কয়েকজন
সাম্প্রতিক সংবাদ