১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, “শেখ হাসিনার রেখে যাওয়া বাজার সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দিতে হবে, যাতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যায়।” তিনি অভিযোগ করেন, “আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম কমছে না।”
শনিবার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক বলেন, “গরিব-দুঃখী মানুষের জীবন আজ বিপর্যস্ত। সিয়াম সাধনার এই রমজান মাসে শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে গরিব-দুঃখীরা আপনাদের ক্ষমতার রশি ধরে টান দেবে।” তিনি সরকারের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে যত বিলম্ব হবে, দেশে সংকট তত বাড়বে।”
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, পিআরপি’র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক কৃষক দল নেতা মো. শরিফুল ইসলাম শাওন, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ।