বাউফলে প্রায়োরিটি গ্রুপের সচেতনতামূলক সভা
বাউফল ,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে প্রায়োরিটি গ্রুপের উপকারভোগীর সাথে বিআরডিবি সম্পর্ক উন্নয়ন ও সেবা প্রাপ্তি শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্পিড ট্রাস্ট আয়োজনে ১৪ নভেম্বর (বৃহসপতি) সকাল ১০ ঘটিকায় এএলআরডি স্টান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন প্রকল্পধীন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পিড ট্রাস্ট মিশন হেড শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিআরডিবি উপজেলা কর্মকর্তা মাহবুবা বেগম। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি সহকারি কর্মকর্তা নাজমুন্নাহার ইরানী। এনিমেটর সাইফুল ইসলাম পরিচালনায় প্রকল্প সর্ম্পকে ধারনা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালমা বেগম সভায় বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ দপ্তর এলএসপি সাবিকা বেগম। উপসহকারি কৃষি অফিসার জয়নাল আবেদীন। দলীয় নেতা তাসলিমা বেগম, প্যারালিগাল মৌসুমী বেগম ও জেসমিন বেগম প্রমুখ