শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ব্রাহ্মণপাড়ায় মায়ের বকুনি খেয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের বকুনি খেয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে দুই শিক্ষার্থী।
রোববার ( ১০ নভেম্বর ) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই ও শিদলাই ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।  বিকেলে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ( ১৬ ) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ( ২১ ) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিকেলে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীর চাচাতো ভাই ইমন মিয়া জানান, তার মা পড়াশোনা নিয়ে তাকে বকাঝকা করে। এরই প্রেক্ষিতে রোববার বিকেলে সে পরিবারের লোকজনের অগোচরে জমিতে দেওয়ার কীটনাশক পান করে ফেলে। ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীর ফুপু দেলোয়ারা বেগম জানান, কলেজ থেকে দেরি করে বাড়ি ফেরায় তার মা তাকে বকাঝকা করে। এ নিয়ে সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক খেয়ে ফেলে। পরে এ ঘটনা বুঝতে পেরে স্বজনরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার কলি বলেন, উপজেলার শিদলাই এলাকার কীটনাশক পান করা দুই শিক্ষার্থীকে স্বজনরা নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ব্রাহ্মণপাড়ায় মায়ের বকুনি খেয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
সাম্প্রতিক সংবাদ