শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামে বসত ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়। এ রিপোর্ট লিখা সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী।
জানা গেছে,সাত বছর আগে বিবাহে আবদ্ধ হন মাজেদা ও ঝোঁটন মিয়া। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। এবার আবারও সাত মাস অন্তঃসত্ত্বা মাজেদা। স্বামী ঝোঁটন মিয়া কোনো কাজ কর্ম করতেন না তাই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো।
একাধিকবার শশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মিমাংসাও করা হয়েছিল। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা তারপর স্বামীও অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে যান। সকালে মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন,নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাম্প্রতিক সংবাদ