রাজস্থলী ও চন্দ্রঘোনা থানায় ২ নবাগত ওসি যোগদান
রাঙ্গামাটি প্রতিবেদক:
রাঙামাটি জেলার রাজস্থলী ও চন্দ্রঘোন থানায় সদ্য যোগদান করেন নবাগত দুই পুলিশ অফিসার।উপজেলার রাজস্থলী থানাতে গত ৬ নভেম্বর যোগদান করেন অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী,এর আগে তিনি রাঙামাটি আদালতে কোর্ট পর্রিদশক কর্মরত ছিলেন।
রাইখালি ইউনিয়নের কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে ৫ নভেম্বর যোগদান করেছেন মুহাম্মদ শাহজাহান কামাল।এর আগে তিনি রাঙামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া পুলিশ ফাড়ি ও চাঁদপুর জেলায় কর্মরত ছিলেন।
থানায় যোগদান করার পর,সাংবাদিক ও সমাজ কর্মীদের সাথে আলাপকালে দুই ওসি বলেন,এই রাজস্থলী উপজেলায় দুটি থানা, এই দুই থানার মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।তবে এই কাজ গুলো করতে উপজেলার সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সংবাদের প্রয়োজনে যদি সাংবাদিকরা নির্দিধায় যেকোন বিষয়ে থানা আসবেন। তবে তিনি সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ আশা করেন। যে সংবাদে আরো বস্ত নিষ্ঠা সংবাদ সাধারণ মানুষ উপকৃত হয় সমাজের আয়নার দর্পণ হিসাবে তুলে ছড়িয়ে যাক এটা আশা করছি ।
আরো বলেন স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা পেলে থানা জনগণের সেবা এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং এলাকার মাদকের বিরুদ্ধে অভিযান থানা পুলিশের অব্যাহত থাকবে বলে জানান।
সবার কাছে দোয়া চাই। যেকোন কর্মের পেশা অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে সঠিক ভাবে পালন করতে পারি।