হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। ১৬৩ রানে গুটিয়ে যাওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানরা।

অ্যাডিলেডে টস হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের ফিফটিতে সেই রান ১৪১ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।

শুরুতে পিচ দেখে ব্যাটিং উইকেট মনে হলেও প্রথমে সেই ভুল ভাঙিয়ে দেন শাহিন আফ্রিদি। এরপর পুরো ম্যাচের আলো কেড়ে নেন হারিস রউফ। লাইন ও লেংথ বজায় রেখে করা তার দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৮ ওভারে কেবল ২৯ রান খরচে ৫ উইকেট শিকার করেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বার ফাইফারের দেখা পেলেন এই পেসার। এছাড়া শাহিন তিনটি, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন নেন একটি করে উইকেট।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া
সর্বশেষ সংবাদ