শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বরিশালে সিটি সুপার মার্কেটের তিনতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

বরিশাল  প্রতিনিধি:
বরিশাল  নগরীর  সদর রোডের নির্মাণাধীন সিটি সুপার মার্কেটের তিন তলা থেকে পড়ে ইয়ামিন খান ( ১০)  নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ৬/১১/২০২৪ ইং বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্হানীয় বিউটি বেগম নামে এক চায়ের দোকানদার প্রথমে শিশুটিকে আহত অবস্থায়  পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
শিশুটির পিতার নাম বেল্লাল  হোসেন হাওলাদার এবং বাসা সদর রোডের হাওলাদার  লেনে।পেশায় তিনি আইনজীবী সহকারী বলে বরিশাল  কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ  ( ওস)  মিজানুর রহমান  নিশ্চিত করেন।
ওসি আরো জানান, ঘটনাটি দুর্ঘটনা  না অন্য কিছু তা খতিয়ে দেখা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ