শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাইবান্ধায় সোনালী ব্যাংকে অভিনব কায়দায় গ্রাহকের টাকা চুরি!

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সোনালী ব্যাংকে সেবা নিতে আসা এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুই চোর। দিনে-দুপুরে ব্যাংকের ভিতরেই ওই টাকা চুরি করে নেয় চোরেরা। বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে গাইবান্ধার সোনালী ব্যাংক মেইন ব্রাঞ্চে এই চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে এক বৃদ্ধ টাকা জমা দেওয়ার জন্য টাকা বের করে গ্লাসের সামনের টেবিলে রাখেন। এসময় তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুইজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকা ওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেয় এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানায়। বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা সেই সুযোগে নিয়ে পালায় ওই দুই চোর। পরে তারা বিষয়টি ব্যাংক সংশ্লিষ্টদের জানালে তারা পুলিশে খবর দেয়।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদেরকেও আরো সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম  জানান, ব্যাংকে পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ব্যাংকের ভেতরে ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকা চুরির ঘটনাটি ঘটেছে। আমরা তদন্তসহ চোরদের ধরতে কাজ করছি। বেশ কিছু জায়গায় ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ