ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন থেকে মাহিয়া আক্তার আরভী(১৩) নামের স্কলু ছাত্রী কে বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক অপহরণ করে নেওয়ার। অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে চরভদ্রাসন থানায় একটি মামলা দাযের করা হযেছে।
অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আমার মেয়ে মোছাঃ মাহিয়া আক্তার আরভী (১৩) হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার মেয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করে। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করি যে। আমার মেয়ের মন প্রায় সময় খারাপ থাকে এবং সে হাসে না, ঠিক মত কারো সাথে কথাও বলে না। আমার মেয়ের কাছে মন খারাপ করার কারণ জানতে চাইলে সে আমাকে বলে যে, তার Tik Tok Id. Va বউ হতে বিবাদীর Tik Tok Id: MD Rana এর মাধ্যমে পরিচয় হয় এবং Tik Tok Id Messenger এর মাধ্যমে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয়। পরিচয়ের পর থেকেই বিবাদী মোঃ রানা মৃধা আমার মেয়েকে বিভিন্ন তারিখ ও সময়ে বিবাহের প্রলোভন দেখাইয়া ফুসলাইতে থাকে। বিবাদীর মোবাইল নং-০১৩৩৫-৫৪৮৯১৭থেকে আমার মেয়ের ব্যবহৃত মোবাইল নং- তে বিভিন্ন ধরনের আজে বাজে প্রস্তাব দেয় এবং প্রস্তাবে রাজি না হলে বিবাদী আমার মেয়েকে অপহরণ করে নেওয়ার হমকি প্রদান করে। গত ইং ২৭/০২/২০১৫ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় আমার মেয়ে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের গিয়ে আর বাড়িতে ফিরে। না আসায় আমি স্কুলসহ আমার আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ খবর নিলেও কেউ তার খোঁজ দিতে পারে নাই। পরবর্তীতে সাক্ষী ১। মুরাদ বেপারী (৩৫) পিতা- মোতালেব বেপারী, ২। মনোয়ারা বেগম৫০), স্বামী- মোতালেব বেপারী, উভয় সাং- ইনতাজ মোল্যার ডাঙ্গী, থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুরগণদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে, বিবাদী মোঃ রানা মুখাসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন বিবাদী একই তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় চরভদ্রাসন থানাধীন জাকেরা সুরা সাকিনস্থ হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আমার মেয়েকে পূর্ব পরিকল্পিতভাবে ফুসলাইয়া জোরপূর্বক অপহরণ করে ইজিবাইক যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রী মাহিয়া মাহিয়া আক্তার আরভীর বাবা মোঃ মোজাফফর বেপারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার দুপুরে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা দায়ের ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি মো:রজিউল্লাহ খান বলেন মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো: ওয়াছেক মিয়ার নেতৃত্বে চরভদ্রাসন থানার একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে আপহরন ঘটনার মূল নায়ক মো:রানা মৃধা কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের শনিববার দুপুরে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়।