শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মৌলভীবাজারে ৩২ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা ‘বিএনপি’র আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি। সোমবার (০৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলায় ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মৌলভীবাজার জেলা ‘বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ূনকে আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে ‘বিএনপি’র কেন্দ্রীয় কমিটি।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
উক্ত জেলা কমিটিতে যারা স্থান পেয়েছেন:
১) বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
২) মোয়াজ্জম হোসেন ।
৩) মিজানুর রহমান মিজান।
৪) স্বাগত কিশোর দাস চৌধুরী।
৫) আব্দুর রহিম রিপন।
৬) শ্রীমঙ্গলের সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
৭) অ্যাডভোকেট আবেদ রাজা।
৮) হাজী মুজিবুর রহমান।
৯) মোশারফ হোসেন বাদশা।
১০) আব্দুল ওয়ালী সিদ্দিকী।
১১) নাসির উদ্দিন মিঠু।
১২) আশিক মুশাররফ।
১৩) আব্দুল মুকিত।
১৪) ফখরুল ইসলাম।
১৫) মুহিতুর রহমান হেলাল।
১৬) আব্দুল হাফিজ।
১৭) মাহমুদুর রহমান।
১৮) হেলু মিয়া
১৯) মনোয়ার আহমেদ রহমান।
২০) বকসী মিছবাহ উর রহমান।
২১) মতিন বক্স।
২২) মাহবুব ইজাদানী ইমরান।
২৩) বকসী জুবায়ের আহমেদ।
২৪) আবুল কালাম বেলাল।
২৫) জিতু মিয়া।
২৬) গাজী মারুফ আহমেদ।
২৭) আব্দুল হক।
২৮) দুরুদ আহমদ।
২৯) আশরাফুজ্জামান খান নাহাজ।
৩০) সেলিম মোহাম্মদ সালাউদ্দিন।
৩১) আনিসুজ্জামান বায়েস।
৩২) ফয়জুর রহমান ময়ূন।

তবে আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ হওয়ার পর থেকে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আহ্বায়ক কমিটি নিয়ে নানা মন্তব্য ও আলোচনা সমালোচনা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মৌলভীবাজারে ৩২ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
সাম্প্রতিক সংবাদ