চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক :
বান্দরবান জেলা নং রাজবিলা মৌজা হেডম্যান সহধর্মিনী প্রয়াত স্বর্গীয় ক্রয়ক্রো চৌধুরী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বা সংঘদান অনুষ্ঠিত। ১ মার্চ শনিবার সকাল ৯ঘটিকার রাজভিলা মৌজা নিচ বাসভবন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও সংঘদানে প্রদান ধর্মীয় গুরু উদলবুনিয়া বিহার অধ্যক্ষ। আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ পরিচালক ডা: অংসুইপ্রু মারমা সহধর্মিণী সুইনুচিং চৌধুরী রাজ বিলা মৌজা হেডম্যান রুইপ্রুঅং চৌধুরী ৩২০ কাড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন পাড়া বিহার ভিক্ষুও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, কারবারী সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা পরিবারের বংশের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। উল্লেখ্য স্বর্গীয় দ্বিতীয় মৃত্যুবার্ষিকী প্রয়াত ক্রইঞো চৌধুরী প্রতি জাদী উৎসর্গ মোমবাতি জ্বালিয়ে আত্মীয় স্বজনরা পঞ্চম শীল প্রার্থনা করা হয়।
তাহার বিদেহী আত্মার জন্য গৌতম বুদ্ধের কাছে স্বর্গে লাভ এর জন্য শান্তি কামনা করা হয়েছে। দুপুরে ভান্তেদেরকে ছোওয়াইং দান ফলমূল দান এবং স্থানীয় দেরকে দুপুরে আহার ব্যবস্থা করা হয়েছে। বিকাল পাঁচটার দিকে স্বর্গীয় প্রয়াত ক্রইঞো চৌধুরী নামে স্বর্গ করে মানুষ উড়ানো হবে বলে পরিবার পক্ষে জানানো হয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।