শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

জবি প্রতিনিধি :

 

দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে রাজধানীর তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে জড়ো হয়ে তাঁরা প্রশাসনের প্রতি তিন দফা দাবি আদায়ের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রকল্প পরিচালককে সরিয়ে সেনাবাহিনীর দক্ষ অফিসারের অধীনে দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব দেওয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট ঘোষণা, এবং পুরাতন ক্যাম্পাসের চুক্তি বাতিলসহ অবশিষ্ট ১১ একর জমি অধিগ্রহণের দ্রুত ব্যবস্থা গ্রহণ।

আন্দোলনে অংশ নেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “আমাদের তিন দফা দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়বো না। ক্যাম্পাস ছেড়ে আমরা রাজপথে এসেছি, এই রাজপথ থেকেই দাবি আদায় করবো। প্রশাসন বহুদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে মুলা ঝুলিয়েছে, আমরা এখন আর সেই প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছি না।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১) স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালকের পরিবর্তে সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারের হাতে দায়িত্ব হস্তান্তর।
২) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত ঘোষণা দিতে হবে যে সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়িত্ব নিয়েছে।
৩) পুরাতন ক্যাম্পাসের সব চুক্তি বাতিল করে বাকি ১১ একর জমি দ্রুত অধিগ্রহণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন * তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাম্প্রতিক সংবাদ