শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পলাশবাড়ীতে বাম গণতান্ত্রিক জোটের জনসভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ীতে বাম গণতান্ত্রিক জোটের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বাম গণতান্ত্রিক জোট পলাশবাড়ী শাখার আয়োজনে শনিবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। বাম গণতান্ত্রিক জোট পলাশবাড়ী শাখার সমন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদল-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরাম সদস্য কমরেড আহসানুল হক আরেফিন তিতু। সভাটি উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট ও সাবেক চেয়ারম্যান কমরেড সৈয়দ মাহমুদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মুকুল, বাসদ  ও বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, উপজেলা সিপিবি সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু ও সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়ারেছ।
সভায় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সর্বোন্নত চিকিৎসাসহ  উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গুম-খুন, লুটপাটকারী ফ্যাসিস্ট হাসিনাসহ তার সকল সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।  মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য ভাঙচুরসহ সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও লুটপাটকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বয়স্ক ও বিধবা ভাতা মাসিক ৫ হাজার টাকা করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবীসহ গ্রামীণ কৃষক ও ক্ষেতমজুদদের সারাবছর রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পলাশবাড়ীতে বাম গণতান্ত্রিক  জোটের জনসভা অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ