শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ‘এমব্রেসিং দ্য রিদমস অব ল্যাংগুয়েজ এ্যান্ড কালচার ফর গ্লোবাল সিটিজেনশিপ এ্যান্ড লিডারশিপ’ প্রতিপাদ্যে’ নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন অনুষ্ঠিত হয়েছে।
জি ই আই এস টি (জিস্ট) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ এর উদ্যোগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জিস্ট ইনোভেশন ও লিডারশিপ সেন্টারের আয়োজনে ৫ম রাউন্ডে রংপুর বিভাগের এ প্রোগ্রামে ৪ টি ক্যাটাগরিতে ৩ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। কর্মসুচীতে ৩য় হতে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অলিম্পিয়াড ও ইংরেজিতে কবিতা আবৃত্তি এবং ৯ম হতে দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীরাদের অলিম্পিয়াড ও পোস্টার পদর্শনী করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাটনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ভারপাপ্ত অধক্ষ ও উপাধ্যক্ষ (কলেজ শাখা) খোন্দকার আব্দুল আলিম, জি ই আই এস টি ইন্টারনাশনাল ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি অধ্যক্ষ মো: জাকির হোসেন, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: রাসেল ও এডভাইরাল হিসেবে ছিলেন একই প্রতিষ্ঠানের প্রভাষক মো: রাসেল।
উল্লেখ্য আগামী মে মাসের ১ম সপ্তাহে ব্যাংকক, থাইল্যান্ডে আন্তর্জাতিক রাউন্ড অনুষ্ঠিত হবে। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ওই আন্তর্জাতিক রাউন্ডে অংশ নিবে।