মোঃ সোহেল রানা
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলা এফএম
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজদিখান উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ আসর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার শপিং কমপ্লেক্স সংলগ্ন থেকে র্যালীটি বের হয়ে নিমতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পথসভার মাধ্যমে সাহাবুদ্দিন প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে “নারায় তাকবীর, আল্লাহু আকবার। আহলান সাহালান, মাহে রামাদান। দিনের বেলা পানাহার, বন্ধ কর করতে হবে। রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ কর, করতে হবে। বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। বিশ্বের মুসলিম এক হও লড়াই করো। দ্রব্যমূল্যের উদ্যগতি, বন্ধ কর করতে হবেসহ বিভিন্ন শ্লোগান দেয়।
র্যালী পরবর্তী পথসভায় উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসেন বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আজকের এই র্যালী শুধুমাত্র কোন আনুষ্ঠানিকতা নয় বরং এটি বিশ্বব্যাপী জানান দেওয়া যে সিরাজদিখান উপজেলার মানুষ মাহে রমজান ও ইসলামী সংস্কৃতি ধারণ ও লালন করে। সারা বিশ্বের মানুষের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে আজকের এই র্যালী ভূমিকা রাখবে। আমরা সিয়াম পালন, তারাবির নামাজ ও ইফতার গ্রহণের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করব।
তিনি মাহে রমজানের পবিত্রতা তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও এবাদতের মাস। রমজানের সম্মানে এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির দাম কমিয়ে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
রমজানের রোজাদারদের কষ্ট লাঘবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী জনাব অধ্যাপক মাওলানা এ.কে.এম. ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি, জনাব খিদির আব্দুস ছালাম, উপজেলা নায়েবে আমির জনাব মাওলানা মোঃ নুরুল ইসলাম সিরাজী, অঞ্চল পরিচালক মাওলানা মোঃ নুরুল আমিন, উপজেলা মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, চিত্রকোট ইউনিয়ন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ইলিয়াস মিয়া, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল বাসার, কেয়াইন ইউনিয়ন সেক্রেটারী জনাব মাওলানা মোঃ ইসরাফিল, বিশিষ্ট সমাজসেবক মোঃ হযরত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনসার আলী, মোঃ ওমর ফারুক, মাওলানা মোঃ মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাফি, রাজানগর ইউনিয়ন সভাপতি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।