মোস্তাফিজুর রহমান: গাইবান্ধার সাঘাটায় মরহুম তৌহিদুজ্জামান স্বপন চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নয়াবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচটি স্থানীয় ক্রীড়ামোদীদের জন্য এক বিশেষ আকর্ষণে পরিণত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান (নিশাদ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইন প্রধান লাবু, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক রকিবুদ্দৌলা, ফরহাদ মন্ডল সহ আরও অনেকে।
ক্লাব হাযবরল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। ফাইনাল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম তৌহিদুজ্জামান স্বপন চেয়ারম্যানের একমাত্র পুত্র মো. তানজিল জিসাদ।
আয়োজকরা জানান, মরহুম তৌহিদুজ্জামান স্বপন চেয়ারম্যান স্মরণে এই টুর্নামেন্টটি ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্যখেলায় ব্রেগ এলিভেন দানোপড়া স্পোটিং ক্লাব সকাল সন্ধ্যা স্পোর্টিং ক্লাবে ৭ উইকেট হারিয়ে জয়লাভ করে।