সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ “টাস্কফোর্স কমিটি” কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা,অতিরিক্ত দামে পণ্য বিক্রি,ক্রয় ভাউচার সংগ্রহ না করা; এমন নানা অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়।
১) মৌসুমী ফল ভান্ডার:- ২০,০০০ টাকা।
২) সাগর রায়:- ১০,০০০ টাকা।
৩) খালেদ মোশাররফ: ৫,০০০ টাকা।
৪) নিবারন পাল: ৮,০০০ টাকা।
জরিমানা করা হয় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু জানান,’বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে’।
এ অভিযানে র্যাব,সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
সরেজমিনে অভিযানের সময় লক্ষ্য করা যায়, বেশিরভাগ দোকান অজানা কারণে রহস্যজনকভাবে তালাবদ্ধ। তাই টাস্কফোর্স বন্ধ থাকা দোকানগুলোতে অভিযান চালাতে পারেনি।