সাতক্ষীরা প্রতিনিধি :
জাতীয় দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের অপরাজিত ব্যাটিং নৈপুণ্যে তুফান স্পোর্টিং ক্লাব ডিসি কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।তারা গণমুখী সংঘকে ৭ উইকেটে পরাজিত করে।
শুক্রবার২৮ ফেব্রুয়ার)সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে তুফান স্পোর্টিং ক্লাব ও গণমুখী সংঘের মধ্যে জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তুফান স্পোর্টিং ক্লাব ১২৭ রানের টার্গেটে জয়ের জন্য ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামে আশিক ও তানভীর।তুফানের হয়ে জাতীয় দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের অপরাজিত ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে জাতীয় ক্রিকেটার মৃত্যুঞ্জয় সর্বোচ্চ ৪৭*(২২)রান করেন।ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয় লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে,সকালে তুফান স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক অর্ক টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।ব্যাটিংয়ে নেমে গণমুখী সংঘের দলীয় অধিনায়ক রিপন তপু ও শাহাজানকে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামায়।গণমুখী সংঘ নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে।তুফান স্পোর্টিংয়ের হয়ে মুরাদ ৪টি উইকেট লাভ করে।
পরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু,ডা.আবুল কালাম বাবলা,সাংবাদিক জিল্লুর রহমান,ছাত্র প্রতিনিধি,সাজেক্রীজের সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি আ ম আক্তারুজ্জামান মুকুল,ম্যাচ রেফারি ইকরামুল ইসলাম লালু।
ম্যান অফ দ্যা ফাইনাল ও সিরিজ নির্বাচিত হন জাতীয় দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।
ফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে মাঠ পরিচালনা করেন জি এম সাইফুল ইসলাম বাপ্পি ও তৌফিক তুরাগ।স্কোরারের দ্বায়িত্ব পালন করেন ফজলুল করিম।ধারাভাষ্যকার হিসেবে ফাইনাল খেলার ধারাবিবরণী দেন আশরাফ হোসেন ও ইকবাল হােসেন।