আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

 

আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অতীতের মতো এই ট্রাইব্যুনাল নিয়েও বিতর্ক উঠতে শুরু করেছে।

নানা প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন মন্ত্রণালয় ৮ দফা সংশোধনী প্রস্তাবের খসড়া নিয়ে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় একটি মতবিনিময় সভা করেছে; কিন্তু সংস্কার করার আগেই ছাত্র–জনতার অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল প্রাক্–বিচারপ্রক্রিয়া বা বিচারের প্রাথমিক কাজ শুরু করেছেন।

তবে সরকার বলছে, ট্রাইব্যুনালের প্রাথমিক কাজ শুরু এবং আইন সংশোধনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গতকাল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেবারে প্রাথমিক পর্যায়ে প্রাক্–বিচারপ্রক্রিয়া শুরু করেছে। এই পর্যায়ে আইন সংশোধন না করলে সমস্যা নেই। বিচারকাজ শুরু হলে তখন আইনের সংশোধনী করা না হলে কিছুটা সমস্যা হতে পারে। সেটি বিবেচনায় রেখেই সরকার কাজ করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ১৯৭৩ সালের আইনটিতে যেকোনো সময় সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ফলে ছাত্র–জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। এ ছাড়া এখন প্রাথমিক কার্যক্রমের ক্ষেত্রে আইন সংস্কারের কোনো সম্পর্ক নেই।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অতীতের মতো এই ট্রাইব্যুনাল নিয়েও বিতর্ক উঠতে শুরু করেছে * আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সর্বশেষ সংবাদ