সত্যজিৎ দাস:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের মানবকল্যাণমূলক সংগঠন “সৎ পথের পথিকরা” মাত্র ৫ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে। পবিত্র রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে পুরো মাসব্যাপী এই কার্যক্রম চলবে। সংগঠনটি প্রতিদিন সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অসহায়,নিম্ন আয়ের ও সাধারণ রোজাদারদের জন্য মানসম্মত ইফতার নিশ্চিত করা। প্রতিদিন একজন রোজাদার মাত্র ৫ টাকায় একটি ইফতার প্যাকেট নিতে পারবেন।
সংগঠনটি আরও জানিয়েছে,’ত্রাণ ও রেশন বিতরণ কার্যক্রম রমজানের আগের দিন থেকেই শুরু হবে।পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় সম্পূর্ণ বিনামূল্যে ইফতার সরবরাহ করা হবে’।
এই মহৎ উদ্যোগে যে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারেন।
সংগঠনের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষকে এই কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে,যাতে রমজানের বরকত ও সাওয়াব সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।