আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ প্রতিনিধি::
পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নস্থ দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদরাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়।
ট্রাস্ট নেতৃবৃন্দ জানান, বৃহত্তর বোয়ালজুর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক মানুষের মধ্যে ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের তালিকাভুক্তদের হাতে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আব্দুল হাসিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজি ফারুক আহমদ তালুকদার, প্রবীণ মুরব্বি মাওলানা মুজাম্মেল আলী, সমাজ কর্মি আব্দুছ ছত্তার, সাবেক মেম্বার হাজি মানিক মিয়া, বেলাল আহমদ তালুকদার, ও খছরু মিয়া, হাফিজ সাইফুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মাওলানা খালেদ আহমদ।
অনুষ্ঠানে ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাসিম বলেন, প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে অত্যন্ত ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নগদ অর্থ বিতরণ করেছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্তদের সরাসরি তাদের হাতে অর্থ পৌঁছানোর বিষয়টি খুবই প্রশংসনীয়। এই ট্রাস্ট ধারাবাহিকভাবে সমাজের কল্যাণে কাজ করে চলেছে। যারা এই ট্রাস্টের সাথে জড়িত, আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ট্রাস্টের সভাপতি হাজি মোতাহির আলী সুহেল জানান, ‘প্রায় ১৮ বছর ধরে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সমাজে গরীব, দুখী, দুস্থ মানুষের কল্যাণে কাজ করছে। প্রতি বছর একাধিক কর্মসূচির মাধ্যমে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়াচ্ছি আমরা। এবার মহিমান্বিত মাস রমজানকে সামনে রেখে শুভেচ্ছা উপহার হিসেবে আমরা নগদ অর্থ বিতরণের উদ্যোগ নিয়েছি। মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তদের হাতে অর্থ পৌঁছে দিয়েছি আমরা। আমাদের আশা, অন্যান্য কল্যাণমূলক সংগঠনও এমন উদ্যোগ গ্রহণ করবে।’
নগদ অর্থ বিতরণ কার্যক্রমে অবদান রাখা সকল ট্রাস্টিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।