শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

চাঁদপুরে রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

চাঁদপুর প্রতিনিধি :

 

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাতভর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
চাঁদপুর জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতভর চাঁদপুর জেলার হাজীগঞ্জ ,শাহারাস্তি ও কচুয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল, কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. এ হালিম প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মণ্ডপে মণ্ডপে উপস্থিত হয়ে পূজা কমিটি, পূজা মণ্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন।
এছাড়াও চাঁদপুর জেলার অন্যান্য সকল থানা এলাকায় সম্মিলিতভাবে পূজা মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করছেন সংশ্লিষ্ট ইউএনও, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চাঁদপুরে রাতভর পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার * পূজামণ্ডপ পরিদর্শন * শারদীয় দুর্গাপূজা
সাম্প্রতিক সংবাদ