শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরার সদরের বৈচনা গ্রামে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণ এবং সামাজিকভাবে হয়রানির হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মুদি দোকানদারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছা. মুক্তা খাতুন (২৮) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূএে জানা গেছে, সদরের ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মো. আবু দাউদের ছেলে মুদি দোকানদার মো. আবু রায়হান (২৮) মুক্তা খাতুনের শশুর বল বাড়ির পাশেই মো. আবু রায়হান মুদি দোকান ও গোডাউন রয়েছে।
সেখান থেকে দীর্ঘদিন ধরে তিনি গোপনে মুক্তা খাতুনসহ তার দুই জা নিলুফা ইয়াসমিন (২৫) ও মোহসিনা খাতুন (২৫) এর গোসলের ভিডিও ধারণ করতেন।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের কুপ্রস্তাব দিতেন। লজ্জা ও সামাজিক মান-সম্মানের ভয়ে তারা বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে মুক্তা খাতুন গোসল করার সময় অভিযুক্তকে আবারও গোপনে ভিডিও ধারণ করতে দেখতে। তিনি চিৎকার দিলে তার স্বামী আলমগীর হোসেন দৌড়ে গিয়ে অভিযুক্তের গোডাউনে প্রবেশ করেন এবং তার কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইলটি উদ্ধার করেন। মোবাইল ফোনে তাদের তিনজনের প্রায় ২০টি গোপন ভিডিও পাওয়া যায়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতে থাকে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত সামাজিকভাবে হেয় করতে ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।