নেত্রকোণা প্রতিনিধি ঃ
নেত্রকোণার মদনে ৬০০পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত জাহান মিয়া (২৭) ও লিজান মিয়া (২৩) উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানাগেছে, তারা আপন সহদোর ভাই এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি।
গোপন সংবাদে ভিত্তিতে মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানে নেতৃত্বে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুধবার গভীর রাতে তাদের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে । এসময় তাদের বসত ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা,নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি এন্ড্রয়েড ও ২টি বাটান মোবাইল ফোন, ১২টি সীম সহ ৩টি মেমোরিকার্ড জব্দ করা হয়। পরে আটককৃতদের নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিকট হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোণার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।