শিরোনাম
পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «    ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা আওয়ামী লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে বিএনপি নেতা ইব্রাহিম   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু   » «    আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বারভিডা নির্বাচন   » «   

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ,চরম ভোগান্তিতে যাত্রীরা

কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে  চন্দ্রা এলাকায়  কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায়  সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  নায়াগ্ৰা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে কারখানার মূল ফটকের সামনে।
পরে কর্তৃপক্ষের কোন সারা শব্দ না  পেয়ে  শ্রমিকরা  আরো তীব্রভাবে বিক্ষোভ করে ও মহাসড়ক অবরোধ করেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সকল যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ চার ঘন্টা পর মহাসড়ক নিয়ন্ত্রণে আনেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, সকাল থেকেই  নায়াগ্ৰা টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ সদস্যদের চেষ্টায় চার ঘন্টা পর মহাসড়ক স্বাভাবিক হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মোঃ নাছিম কবির রনি
সাম্প্রতিক সংবাদ