শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের সকল বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: আল্লামা মামুনুল হক

মানিকগঞ্জ:

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের সকল বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় আল্লামা মামুনুল হক।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ খান আইয়ুবীর সভাপতিত্বে ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলামী কাসেমী ও সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ূবীর সঞ্চালনায় এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

জনসভায় তিনি বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের সকল বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কোন ইসলাম বিরোধী কোন শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা। আমরা তাদের প্রতিহত করব।

আন্তর্জাতিক অপরাধ আইনে সংস্কারের নামে বেশকিছু বিষয় অন্তর্ভুক্তি করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন মামুনুল হক।

তিনি আরো বলেন, বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। তারা মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়।

ভারতে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে মামুনুল হক বলেন, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দেবে আর তাদেরকে বড় বড় ইলিশ মাছ পাঠাবেন, এটা এদেশের মানুষ ভালো চোখে দেখবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মুফতি ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আহমাদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সহসভাপতি মুফতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকীসহ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আল্লামা মামুনুল হক
সাম্প্রতিক সংবাদ