জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস শুরু ২০ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ অক্টোবর ২০২৪ (রবিবার) থেকে শুরু হবে। রবিবার ২৯ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো: গিয়াস উদ্দিন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০ অক্টোবর সকাল ৮:০০ টায় শিক্ষার্থীদের নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।