সত্যজিৎ দাস ( মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা,মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ নানা বিষয় নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেন।
এ সময় পুলিশ সুপার বলেন,“আমাদের লক্ষ্য বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়া। আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। অপরাধী যেই হোক,সে যদি পুলিশের কেউ হয়, তবুও তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,“চুরি, ডাকাতি,মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি সামাজিক সমস্যাগুলো সমাধানে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
পুলিশ সুপার চোরাচালান,চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ দমনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সহ অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল,প্রিন্ট পত্রিকার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন ও মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এই মতবিনিময় সভার মাধ্যমে পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।